চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর সাবেক ট্রেজারার প্রফেসর ড. সোমেন দেওয়ান বার্ধক্যজনিত কারণে আজ (৩জুন ২০২৪) সকালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ০৩ কন্যাসহ অসংখ্যা আত্মীয়-স্বজন, ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে সিভাসু পরিবার গভীরভাবে শোকাহত।
সিভাসু’র মাননীয় উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান এক শোকবার্তায় প্রফেসর সোমেন দেওয়ানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। উপাচার্য বলেন, ‘প্রয়াত প্রফেসর ড. সোমেন দেওয়ান কর্মজীবনে অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাঁর দায়িত্ব পালন করে গেছেন। সিভাসু পরিবার তাঁকে সবসময় স্মরণ করবে।’
তাছাড়াও সিভাসু’র ট্রেজারার প্রফেসর ড. মো. কামাল এবং রেজিস্ট্রার জনাব মীর্জা ফারুক ইমাম পৃথক শোকবার্তায় তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
প্রফেসর ড. সোমেন দেওয়ান বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদে শিক্ষকতা জীবন শেষ করার পর মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে গত ০১ এপ্রিল ২০১২ খ্রি. তারিখে সিভাসু’তে ট্রেজারার পদে যোগদান করেন। ট্রেজারার পদে কর্মরত থাকাকালে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিভাসু’র মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রথম ডিন নিযুক্ত হন। উভয় দায়িত্ব তিনি সফলতার সাথে সম্পন্ন করেন।
সিভাসু এর সাবেক ট্রেজারার প্রফেসর সোমেন মৃত্যুতে শোক
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন