কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম” স্কিমের আওতায় জীবন ও জীবিকা ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ক প্রোগামিং এন্ড নেটওয়ার্কিং বিষয়ক
“পেশাগত কোর্স বিষয়ক প্রশিক্ষকগণের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ” সোমবার (১০ জুন) থেকে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে। কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে প্রশিক্ষণে কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার ৯০ জন শিক্ষক অংশ নেয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান এতে সভাপতিত্ব করেন। এসময় উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।
কাপ্তাইয়ে পেশাগত কোর্স বিষয়ক প্রশিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন