নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক (ছাত্র উপদেষ্টা) পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আলী আজগর চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক। তাঁকে এক বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আলী আজগর চৌধুরীকে ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগের ছাত্র উপদেষ্টার মেয়াদ শেষ হওয়ায় নতুন নিয়োগ পেলেন অধ্যাপক ড. আলী আজগর চৌধুরী। তিনি এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব সফলতার সাথে পালন করেন।