চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউনুছ সকাশে আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট চেয়ারম্যান
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, বরেণ্য আলেমেদ্বীন আল্লামা আবুল কাশেম নূরীর দ্বীনি দায়িত্ববোধ ও মানবিক মমত্ববোধ দেখে আমরা অনুপ্রাণিত হই। তাঁর মতো উলামা মাশায়েখরা নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ দরবার ও খানকাহ থেকে এ ধরনের সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে গেলে যৌতুক-মাদকসহ সব ধরনের অপরাধ প্রবণতা থেকে আমরা রেহাই পেতাম। তিনি আরো বলেন, আল্লামা নূরীর যৌতুক ও মাদকবিরোধী আন্দোলন আজ দেশব্যাপী সমাদৃত হচ্ছে। তিনি চট্টগ্রামের প্রধান সমস্যা জলবদ্ধতা নিরসনে সকলের সহযোগিতা চান। ১০ জুন বিকেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান কার্যালয়ে আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের সভাপতি এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর (মু.জি.আ) সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এসময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ জনগণের সেবক হিসেবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে আল্লামা আবুল কাশেম নূরী মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষভাবে মুনাজাত করেন। সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন রজভীয়া নুরীয়া কমিটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহিদুল হাসান রুবায়েত, মহাসচিব মুুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাওলানা নেছার উদ্দিন মুনিরি, মাওলানা মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ আয়ুব তাহেরী, মুহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ ইকবাল বাহার, মুহাম্মদ আমান উল্লাহ্, কাযী মুহাম্মদ রুকনুজ্জামান, মুহাম্মদ আব্দুর রাজ্জাক সহ সংগঠনের নেতৃবৃন্দ।