কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কাপ্তাই উপজেলাধীন নতুন বাজার গরুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করা হয়েছে। কাপ্তাই থানা পুলিশ বৃহস্পতিবার (১৩ জুন) এই বুথ স্থাপন করে। রাঙামাটি জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় ও কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালামের নির্দেশে এই উদ্যোগ গ্রহন করা হয়। এছাড়া কোরবানীর পশুরহাটে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা জোরদার করে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে বলে কাপ্তাই থানা সূত্র জানায়। **ছবির ক্যাপসনঃ জাল নোট শনাক্তকরণ বুথে পুলিশ সদস্যদের দেখা যাচ্ছে।