কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
দুই সন্তানের জননীকে অপহরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ জুবাইদ হোসেন জাবেদকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সুমন ও সাধারন সম্পাদক মোঃ নিজাম উদ্দীন ফরহাদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
‘প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কাপ্তাই উপজেলা শাখার এক জরুরি সিন্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি এবং অসামাজিক কার্যকালাপে জড়িত থাকার অভিযোগে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ জুবাইদ হোসেন জাবেদকে তার দায়িত্বরত সকল প্রকার কার্যক্রম হতে অব্যাহতি প্রদান করা হইলো এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু তদন্তের পরিপ্রেক্ষিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো’।
এদিকে এবিষয়ে জানতে চাইলে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রফিকুল ইসলাম সুমন জানায়, বিভিন্ন সংবাদের মাধ্যমে আমরা তার কার্যকলাপ সম্পর্কে অবগত হওয়ার পর দ্রুত উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি। এবং এক জরুরি বৈঠকের মাধ্যমে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সংগঠন থেকে মোঃ জুবাইদ হোসেন জাবেদের বিরুদ্ধে অব্যাহতি এবং সুষ্ঠু তদন্তের পরিপ্রেক্ষিতে বহিষ্কারের সিন্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ জুবাইদ হোসেন জাবেদ (২৫) এর বিরুদ্ধে দুই সন্তানের এক জননীকে অপহরণের অভিযোগ পাওয়া যায়। এঘটনায় ওই অপহৃত মহিলার স্বামী সৌদি প্রবাসী মিজানুর রহমান রাঙ্গুনিয়া থানায় গত ৮ জুলাই বাদী হয়ে অভিযুক্ত জাবেদ সহ অজ্ঞাত নামা দুয়েক জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন। বর্তমানে রাঙ্গুনিয়া থানা পুলিশ অপহৃত ভিকটিম এবং অভিযুক্ত জাবেদকে গ্রেফতারে হন্যে হয়ে খুঁজছে।
কাপ্তাইয়ের ওয়াগ্গা ছাত্রলীগ সভাপতি বহিষ্কার
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন