খাগড়াছড়ি প্রতিনিধি |
খাগড়াছড়ির চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. জিসান(১৫)। ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
শনিবার (১৩ জুলাই) বেলা ১২টার দিকে শহরের শান্তিনগর সংলগ্ন চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হয়।
জিসান গ়ঞ্জপাড়া এলাকার মো: মিজানের ছেলে।
জানা যায়, সকালে জিসান নরসিংদী থেকে বেড়াতে আসা খালাতো ভাই জাকিরসহ চারজন মিলে চেঙ্গী নদীতে মাছ ধরতে যায়। একসময় নদীতে সে তলিয়ে গেলে আশপাশের লোকজন খোঁজাখুজিঁ শুরু করেন। পরে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকেল সাড়ে ৩ টার দিকে চেঙ্গী নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো: তানভীর জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে