গো. আযম প্রতিরোধ দিবস সফল করতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলা আয়োজিত জরুরি সভায় বক্তারা বলেছেন, কোটা বিরোধী আন্দোলনে ভর করেছে একাত্তরের পরাজিত প্রেতাত্মারা। যার ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্য এবং অশালীন আচরণ করছে তারা। এহেন ঘৃণ্য অপকর্মের প্রতিবাদ জানানো হয় সভা থেকে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে ১১ জুলাই, সন্ধ্যায়, নগরীর মোমিন রোডস্থ বঙ্গবন্ধু ভবনের তৃতীয় তলায় চট্টলবন্ধু এস.এম জামাল উদ্দিন মিলনায়তনে সংগঠনের জেলা সহ-সভাপতি দীপংকর চৌধুরী কাজলের সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি লেখক-সাংবাদিক শওকত বাঙালি।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এম.এ মান্নান শিমুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- কেন্দ্রীয় বিভাগীয় সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, সাংগঠনিক সম্পাদক রুবা আহসান, জেলা সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম জাবেদুল আলম সুমন, কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, দেবাশীষ আচার্য্য, সূচিত্রা গুহ টুম্পা, মোঃ রুবেল আহমেদ বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ আরিফ, অর্থ সম্পাদক অ্যাডভোকেট রুবেল পাল, মহিলা বিষয়ক সম্পাদক শিক্ষিকা সৈয়দা তাহমীনা সুলতানা, সহ মহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা লিমা, প্রচার ও গণমাধ্যম সম্পাদক আহমেদ কুতুব, সহ-প্রচার ও গণমাধ্যম সম্পাদক রুবেল চৌধুরী, প্রকাশনা সম্পাদক রাজীব চৌধুরী রাজু, আইন সম্পাদক অ্যাডভোকেট মো. সাহাব উদ্দিন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অভিজিৎ দাশ, কার্যনির্বাহী সদস্য মোঃ শওকত উল ইসলাম খান, জয়নুদ্দীন আহম্মদ জয়, কাজী রোকনুজ্জামান রোকন, লুৎফর রহমান জুয়েল, মো. রায়হান, রাকিব উদ্দিন কাদের, হাবিবুর রহমান প্রমুখ।
সভায় সংগঠনের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অসুস্থ অলিদ চৌধুরীর সুস্থতা কামনা করা হয় এবং সহ-সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এ.কে.এম জাবেদুল আলম সুমনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। আগামী ২৬ জুলাই গো. আযম প্রতিরোধ দিবস সফল করতে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সমমনা সংগঠনের সাথে মতবিনিময় করার সিদ্ধান্ত গৃহিত হয়।
কোটা বিরোধী আন্দোলনে ভর করেছে একাত্তরের পরাজিত প্রেতাত্মারা-নির্মূল কমিটি
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন