পূর্ব ঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও এক দফা দাবি বাস্তবায়নে আগামীকাল সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। ‘বৈষম্য বিরোধী ছাত্র সমাজের’ অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম সোমবার রাত সাড়ে নয়টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন। দাবি মানা না হলে আগামীকাল বিক্ষোভ থেকে অবরোধ কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন তিনি।
শহীদ মিনারে রাত নয়টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে পুলিশের অনুমতি না মেলায় শহীদুল্লাহ হলের গেটে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আগামীকাল বিকাল সাড়ে তিনটায় সারা দেশে এ বিক্ষোভের আহ্বান জানানো হয়েছে।