কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭১০ পিস ইয়াবা সহ ১ জন মাদক পাচারকারীকে আটক করেছে সোমবার (১৫ জুলাই) বিকেলে।
আটক মাদক পাচারকারীর নাম মোঃ জুয়েল (৩০)। সে কাপ্তাই উপজেলাধীন ২ নং রাইখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লেমুছড়ি পাড়ার মোঃ ইসমাইলের পুত্র বলে জানিয়েছেন চন্দ্রঘোনা থানার ওসি আনচারুল করিম। ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোমবার (১৫ জুলাই) বিকেল প্রায় ৩টায় থানার এসআই মোঃ মকবুল হোসেন ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে রাইখালী ইউনিয়নের কাজীপাড়াস্থ টেকের মোড় সিএনজি স্টেশন সংলগ্ন মা- বাবা হোটেলের ক্যাশ কাউন্টারের সামনে থেকে ওই পাচারকারীকে ৭১০ পিস ইয়াবা সহ আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত মোঃ জুয়েল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন জায়গা থেকে ইয়াবা এনে রাইখালী ইউনিয়নের বিভিন্ন জায়গায় বিক্রি করে। তার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
চন্দ্রঘোনা পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ১
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন