কোটা সংস্কার আন্দোলন ঘিরে টানা এক সপ্তাহ অস্থিতিশীল পরিস্থিতি, অবরোধ ও কারফিউতে থমকে গিয়েছিল দেশের ভোগ্যপণ্যের অন্যতম বৃহৎ পাইকারি মোকাম চট্টগ্রামের খাতুনগঞ্জ। প্রতিদিন কারফিউ শিথিলের সময় বৃদ্ধি ও যোগাযোগ পরিস্থিতি স্বভাবিক হতে শুরু করায় খাতুনগঞ্জের বিভিন্ন মোকাম আবার কর্মচঞ্চল হয়ে উঠছে। প্রতিনিয়তই পণ্যবোঝাই ট্রাক ঢুকছে বাজারে। এরই মধ্যে বস্তায় বস্তায় পণ্যের সারিতে ভরপুর হয়ে উঠছে প্রতিটি মোকাম। যার প্রভাব পড়েছে পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন নিত্যপণ্যের দামে। কমতে শুরু করেছে দর। লাগাতার বন্ধে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির কথা বললেও যোগাযোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে পণ্যমূল্য আরও কমবে বলে আশাবাদ তাদের।
কর্মচঞ্চল হয়ে উঠছে খাতুনগঞ্জ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন