ফেনী জেলার ফাজিলপুর ইউনিয়ন সমাজকল্যান সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে ফাজিলপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডে বিগত বন্যায় ক্ষতিগ্রস্হ ৯০০ পরিবারের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি গত ৬ সেপ্টেম্বর সকালে ফাজিলপুর ইউপি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসুচীর উদ্ভোধন করেন সমিতির সভাপতি মোঃ শাহ আলম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল মন্নান বাচ্চু, সহ সভাপতি রবিউল হক, মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মণ্টু, এড. সরোয়ার আলম শিমুল, সাংগাঠনিক সম্পাদক আমজাদ হোসেন রানা, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, আইন সম্পাদক এড. মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম, সমাজকল্যাণ সম্পাদক মাহবুব মোর্শেদ সংগ্রাম, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান মাসুদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক আব্দুর রহিম ভুইয়া, সদস্য মাহবুবুল হক, নাদিম মামুন, শহীদউল্লাহ লিটন, হেদায়েত উল্লাহ, শওকত, ইকবাল, সহ প্রত্যেক ওয়ার্ডের সমন্বয়করা। পরে সমন্বয়করা নিজ নিজ ওয়ার্ডে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা ভুক্তদের হাতে সহায়তার টাকা পৌঁছে দেন। এসময় নেতৃবৃন্দরা মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ সাধ্যানুযায়ী এগিয়ে আসার আহবান জানান।


