চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) ঘুষকাণ্ডে আলোচিত হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তার নামে করা হয়েছে বিভাগীয় মামলা। তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া বিধিসম্মত হবে না তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হলে গণমাধ্যমে ঘুষকাণ্ডের শিরোনাম হন চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাব বিভাগের ওই কর্মকর্তা।
গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে কী আছে তা জানা যায়নি। গত ২৭ আগস্ট ঘুষ গ্রহণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সাত কর্মদিবস তদন্ত করে তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের প্রাথমিক সত্যতা পায় দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনসংযোগ কর্মকর্তার সমন্বয়ে করা তদন্ত কমিটি।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘ গণমাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে হিসাব বিভাগের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে আত্মপক্ষ সমর্থন করতে বলা হয়েছে।তার ’বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।