সিনেমা হলে রমরমিয়ে চলছে ‘স্ত্রী ২’। এ ছবিতে ‘আজ কি রাত’ নামের আইটেম সংয়ে কোমর দুলিয়ে ঝড় তুলেছেন দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়া। ফলে আলোচনা তাকে নিয়ে। তারই ধারাবাহিকতায় অভিনেত্রী জানালেন মা হতে তার ভীষণ ভয়। বলেছেন তার কারণও।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না জানান, মা না হলেও তিনি বুঝতে পারেন, একটি শিশুকে লালন-পালন করতে কত কষ্ট করতে হয়। সন্তানকে যে কতটা স্নেহ-ভালোবাসা দিতে হয়, তা পরিমাপযোগ্য নয়’।
তার কথায়, আমার বাবা-মা আমাকে এতটাই আদর-যত্ন করেছেন যে, তা আমি আমার সন্তানদের করতে পারব না। সন্তান জন্ম দেওয়া থেকে তাকে বড় করা, পুরো প্রক্রিয়ার কথা ভাবলে আমি শিউরে উঠি।
বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে আছেন তামান্না। শুরুর দিকে চেপে রাখলেও এখন অবস্থান পাল্টেছেন। সংবাদমাধ্যমের কাছেও স্বীকার করেছেন প্রেমের কথা। তামান্নার প্রতিজ্ঞা ছিল কখনও চুম্বন দৃশ্যে অংশ নেবেন না। তবে সহকর্মী বিজয় হওয়ায় প্রতিজ্ঞাও ভেঙেছেন।