কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাইয়ের বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) আওতাধীন এলপিসি শাখার কর্মচারী মোঃ আল-আমীন (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি এলাকায় কাভার্ড ভ্যান চাপায় তিনি মারা যায়। নিহত আল-আমীন কাপ্তাই উপজেলাধীন ৪নং কাপ্তাই ইউনিয়নের তালপট্টি এলাকার বাসিন্দা।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কাপ্তাই বিএফআইডিসির ট্রাক নিয়ে মালামাল সমেত ওই কর্মচারী সহ আরও দুই কর্মী ঢাকায় ডেলিভারি দিতে গিয়েছিল। মালামাল পৌঁছে দেওয়ার পর গত সোমবার রাতে তারা ঢাকা থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে ট্রাক নিয়ে রওনা করে। কিন্তু মঙ্গলবার ভোর টায় বিএফআইডিসি ট্রাকটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ওইসময় ট্রাক চালক ও কর্মচারী আল-আমীন ট্রাকের মেরামত কাজ শুরু করে। এসময় হঠাৎ পিছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান আল-আমীনকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই বিএফআইডিসি’র এলপিসি শাখার ব্যবস্থাপক তীর্থ জিৎ রায় বলেন, ইতিমধ্যে নিহত কর্মচারী আল-আমীনের লাশ আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এঘটনায় প্রতিষ্ঠান থেকে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানান।