আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর (মু.জি.আ) নির্দেশনায় আহলে সুন্নাত ওয়াল জামাত প্রবাসী পরিষদ ইউ.এ.ই রাস আল-খাইমা কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দিনব্যাপী ফটিকছড়ি, হাটহাজারী, ফেনি, নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থ গৃহহীন পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ফটিকছড়ি, হাটহাজারী, ফেনী, নোয়াখালীর লাখ লাখ মানুষ বন্যায় সব কিছু হারিয়ে আজ নিঃস্ব হয়ে পড়েছে। হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শত শত রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বহু স্কুল কলেজ মাদ্রাসা ভবন ভেঙে পড়েছে। তাই সরকারকে জরুরিভিত্তিতে তালিকা করে বিধ্বস্ত ঘরবাড়ি পুনঃনির্মাণ এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট অবিলম্বে নির্মাণ করে দিতে হবে। নেতৃবৃন্দ দেশবাসীকে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সরকারকে বিনামূল্যে গরিব বন্যার্তদের জন্য চাল, ডাল তেলসহ বছরব্যাপী জরুরি খাদ্য সহায়তা দেয়ার দাবি জানান। উপস্থিত ছিলেন রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক রাজিব, ভাইস চেয়ারম্যান জাহেদুল হাসান রুবায়েত, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, সাংগঠনিক সচিব মুহাম্মদ আয়ুব তাহেরি, যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা নাজিম উদ্দীন নুরী, সদস্য রিদোয়ান হৃদয়, মুহাম্মদ সরওয়ার, মুহাম্মদ মাহফুজ প্রমুখ।