শিখদের নিষিদ্ধ করার দাবিতে আবারও পিছিয়ে গেল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সিনেমা ‘ইমার্জেন্সি’। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমাটি। এসব আলোচনার মধ্যে জানা গেল অভিনেত্রী তার বাড়ি বিক্রি করে দিয়েছেন।
আলোচিত অভিনেত্রী কঙ্গনা তার বাংলোটি ২০১৭ সালে ২০ কোটি রুপিতে কিনেছিলেন। বাংলো বিক্রির বিষয়ে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, কঙ্গনা তার বাংলোটি ৩২ কোটি রুপিতে বিক্রি করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ কোটি টাকা। কেনার পর এখানে তিনি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন।
এদিকে তার সিনেমা ‘ইমার্জেন্সি’ নিয়ে আবারও বিপাকে পড়েছেন তিনি। একের পর এক পেছাচ্ছে মুক্তির তারিখ। চলতি মাসের ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমাটি। কিন্তু বিষয়টি এখন দাঁড়িয়েছে আইনের কাঠগড়ায়।
জানা গেছে, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের পক্ষ থেকে নির্মাতাদের বেশ কিছু দৃশ্য বাদ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কিছু দৃশ্যে সতর্কীকরণ উল্লেখ করার নির্দেশও রয়েছে। বিশেষ করে ঐতিহাসিক ঘটনাগুলোর দৃশ্যায়নে। তবে সেন্সর বোর্ডের পক্ষ থেকে ইউ/এ সার্টিফিকেট পাওয়া গেলেও সিনেমা মুক্তির বিষয়ে কিছু জানা যায়নি।