অবশেষে সত্য হলো গুঞ্জন। বিয়ে করলেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ। আজ সোমবার (১৬ সেপ্টেস্বর) সকালে নবদম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের বিয়ের ছবি প্রকাশ করে অনুরাগীদের সুখবরটি জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে অদিতি এবং সিদ্ধার্থ তাঁদের বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন। ইনস্টাগ্রামে বিয়ের বেশ কয়েক ছবি শেয়ার করে অদিতি লিখেছেন, ‘তুমিই আমার সূর্য, তুমিই চন্দ্র, আকাশের সব তারা…। অনন্তকালের সোলমেট। তুমি আমার সবকিছু, ভালোবাসা, আলো, ম্যাজিক মিসেস অ্যান্ড মিস্টার আদু-সিদ্ধু।’ পোস্টে নিজেদের ‘আদু’ এবং ‘সিধু’ হিসেবে উল্লেখ করেছেন দম্পতি।
বিয়ের খবর জানানোর পর থেকেই অদিতি আর সিদ্ধার্থ ভাসছেন অভিনন্দনের জোয়ারে। দুই তারকার ভক্ত-অনুসারী থেকে শুরু করে অভিনয়শিল্পীরা তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
ছবি থেকে স্পষ্ট, দক্ষিণী রীতি মেনেই হয়েছে অনুষ্ঠান। একটি ছবিতে দেখা যাচ্ছে দক্ষিণী রীতি অনুযায়ী সাদা পঞ্জাবি এবং সোনালি পাড়ের ধুতি পরেছেন সিদ্ধার্থ। অন্যদিকে অদিতির পরনে তসররঙা শাড়ি। সেজেছেন মানানসই সোনা এবং চুনির গয়নায়।
গত ২৭ মার্চ আংটিবদল করেন অভিনেত্রী অদিতি রাও ও সিদ্ধার্থ। যদিও গোটা অনুষ্ঠানেই ছিল গোপনীয়তার মোড়ক। শুধু পরিবার ও আত্মীয়-পরিজনের উপস্থিতিতে ছোট করেই অনুষ্ঠান সারেন তাঁরা। অনুষ্ঠান সম্পন্ন হয় তেলঙ্গানার রঙ্গনায়ক স্বামী মন্দিরে।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা ‘মহা সমুদ্রম’-এর সেটে আলাপ অদিতি ও সিদ্ধার্থের। সিনেমার সেট থেকেই তাঁদের বন্ধুত্ব, তারপর প্রেম। এবার অদিতি-সিদ্ধার্থের নতুন পথচলায় খুশি অনুরাগীরা। এটি অদিতি ও সিদ্ধার্থ, দু’জনেরই দ্বিতীয় বিয়ে।