আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে চট্টগ্রাম মহানগর জামায়াত নেতৃবৃন্দ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও কলেজ পরিদর্শন শেষে হাসপাতাল পরিচালনা পর্ষদ এর সাথে মতবিনিময় করেন।
আজ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য নগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, অধ্যক্ষ ডাঃ মুহাম্মদ সানা উল্লাহ, ডাঃ এ কে এম ফজলুল হক, মা ও শিশু হাসপাতাল ডিপার্টমেন্ট কমিউনিটি মেডিসিন প্রফেসর ডাঃ মুহাম্মদ জালাল উদ্দীন, ডাঃ এটিএম রেজাউল করিম, ডাঃ ইউসুফ, ডাঃ ইরফান চৌধুরী প্রমুখ।
চট্টগ্রাম মহানগরী আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন ডাক্তারি পেশা একটি মহত্ত্ব ও মহান পেশা, এই পেশার মাধ্যমে সমাজের অসহায় দূঃস্থ মানবতার সেবা করা যায়, মানুষের সেবা করা একটি ইবাদত, এই সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি জীবনের লক্ষ্য হওয়া উচিত।