পরিকল্পিত পর্যটন ও পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে সবার সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিন।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার জেলা শহরে কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, জেলা প্রশাসনের প্রথম কাজ হবে দুর্নীতি উৎখাত করা। চোরাচালান প্রতিরোধ, পৌর শহরের জলাবদ্ধতা দূর, পাহাড় কাটা ও পাহাড়ে বাস হ্রাস করণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন জনগণের সাথে থাকবে।
ডিসি আরো বলেন, কক্সবাজারে কতদিন অবস্থান করেছি সেটার ওপর নয়, অবস্থানকালীন সময়ে পর্যটন উন্নয়ন তথা কক্সবাজারের সার্বিক উন্নয়নে কি করতে পেরেছি তার উপর মূল্যায়ন কামনা করবো। অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা চিহ্নিত করে সে বিষয়ে সমাধানের ব্যবস্থা করে জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং উপকূলীয় এলাকায় যাতায়াত সহজ ও নিরাপদ করা প্রধান কাজ হবে বলে উল্লেখ করে জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) রুবাইয়া আফরোজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজিম খানসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, শামসুল হক শারেক, জিএএম আশেক উল্লাহ, হাসানুর রশীদ, এইচএম এরশাদ, মঈদুল হাসান পলাশ, এম.আর মাহবুব, সায়ীদ আলমগীর প্রমূখ।
সভায় জেলা প্রশাসকের কাছে গণমাধ্যম কর্মীরা নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অনিয়ম ও দুর্নীতির উর্ধ্বে থেকে পরিচ্ছন্ন এবং সুন্দর কক্সবাজার গড়তে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন ডিসি।