গত এপ্রিলের কথা। এমবাপ্পে বার্সেলোনার বিপক্ষে ৪-১ গোলের জয়ে শেষ গোলটি করেন। এরপর থেকে চ্যাম্পিয়ন্স লিগের ৩ ম্যাচে ৭১ শট। এই তিন ম্যাচে একটি গোলও পেল না পিএসজি। আগের দুই ম্যাচে হারলেও বুধবার (১৮ সেপ্টেম্বর) জিরোনার বিপক্ষে জিতেছে তারা, জিতেছে আত্মঘাতী গোলের সুবাদে।
পিএসজি ছেড়ে গত জুনে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন এমবাপ্পে। ফরাসি ক্লাবটি এখন উসমান দেম্বেলে, অ্যাসেনসিওদের ওপর দাঁড়িয়ে! তাদের নিয়ে সাজানো লুইস এনরিকের দল পার্ক দে প্রিন্সেসের ম্যাড়মেড়ে ম্যাচে ড্রই করতে যাচ্ছিল। ৯০ মিনিটে নুনো মেন্ডেসের শট থেকে ভুলে নিজেদের জালেই বল জড়ান জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগা। তাতেই ৩ পয়েন্ট পায় পিএসজি।
এ নিয়ে শেষ ৬ ম্যাচে স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে ফরাসি ক্লাবগুলোর জয় ৫টি। তার আগের ২৩ ম্যাচেও জয় ৫টি।
দিনের অন্য ম্যাচগুলোর মধ্যে ম্যানচেস্টার সিটি বনাম ইন্টার মিলান ও বলোনগনা বনাম শাখতার দোনেৎস্ক গোলশূন্য ড্র করেছে। বরুশিয়া ডর্টমুন্ড ৩-০ গোলে হারিয়েছে ক্লাব ব্রুগকে। সেলটিক ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্লোভান ব্রাতিস্লাভাকে। সালসবুর্গের বিপক্ষে স্পার্টা প্রাহার জয় ৩-০ গোলে।