লেবাননে পেজার বিস্ফোরণে ১২ জনের নিহতের ঘটনার এক দিন পার না হতেই এবার ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদেনে বলা হয়েছে, লেবাননজুড়ে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ৪৫০ জন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সিদন শহরে একটি মোবাইল ফোনের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সেই ধোয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ঘণ্টাখানেকের মধ্যে বিভিন্ন স্থান থেকে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এর আগে আ মঙ্গলবার লেবাননে পেজার (যোগাযোগের যন্ত্র) বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং প্রায় ৩ হাজার আহত হয়েছেন।আহতদের মধ্যে বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও আছেন। তিনি এখন ভালো আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী।
লেবাননের একটি নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কেনা পাঁচ হাজার পেজারের ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ।
তবে ইসরাইলি ও মার্কিন সূত্র সংবাদমাধ্যম অ্যাক্সিয়স ও আল-মনিটরকে বলেছে, হিজবুল্লাহ এই পরিকল্পনা সম্পর্কে জেনে গেছে, এমন আশঙ্কার পরপরই বিস্ফোরকগুলো বিস্ফোরিত হয়।
হিজবুল্লাহ ও লেবাননের প্রধানমন্ত্রী ওই হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে। যদিও পেজার বিস্ফোরণ নিয়ে ইসরাইলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। সাধারণত বিদেশের মাটিতে চালানো অভিযানের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত থাকে ইসরাইল।
পেজারগুলোর নির্মাতা হিসেবে গোল্ড অ্যাপোলো কোম্পানি লিমিটেড নামে তাইওয়ানভিত্তিক একটি প্রতিষ্ঠানের নাম সামনে আসে। কিন্তু গোল্ড অ্যাপোলোর প্রতিষ্ঠাতা সু চিং-কুয়াং বিস্ফোরণের সঙ্গে কোনোরকমের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ নাকচ করেছেন।