চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারী লাগেজ স্ক্রিনিং পয়েন্টে দুবাইগামী দুই যাত্রীর লাগেজে ১৬ হাজার দিরহাম ধরা পড়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যাত্রী মো. হাশেম ও মো. সরওয়ার কামালের লাগেজে এসব বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম টু দুবাই রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 147 ফ্লাইটের যাত্রী ছিলেন তারা। পরে দিরহামগুলো সোনালী ব্যাংকের মাধ্যমে এনডোর্স (অনুমোদন) করতে বাধ্য করা হয়।


