কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই শাখা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ তাকাফুল বীমার মাসিক উন্নয়ন সভা হয় রবিবার (৬ অক্টোবর) দুপুরে।
নতুন বাজার পপুলার শাখা কার্যালয়ে ইনচার্জ দিদারুল ইসলামের সভাপতিত্বে ওই সভা অনুুষ্ঠিত হয়। উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুপলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের উর্ধ্বতন উপ-ব্যাবস্থাপনা পরিচালক মো.হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক সামছুজ্জামান সেলিম, আল আমিন ও চট্টগ্রাম ইসলামী বীমা তাকাফুলের ইনচার্জ মো.বেলাল উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই শাখার ডিজিএম মো.কবির হোসেন, ফিল্ড অফিসার মরিয়ম, উচাচিং মারমা, আমেনা বেগম, আবু ইউসুফ প্রমুখ। প্রধান অতিথি বলেন, বীমা উন্নয়ন কাজে সকলকে একযোগো কাজ করতে হবে। প্রতিটি ঘরপ একজন করে বীমা গ্রাহক সৃষ্টি করার আহবান জানান।