সেলিম উদ্দীন,ঈদগাঁও: ৫১তম জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া ঈদগাঁও উপজেলার প্রতিযোগীতা ৯ অক্টোবর (বুধবার) ঈদগাহ জাহানারা বালিকা বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক উদ্ভোধন হয়েছে।
ঈদগাঁও উপজেলা ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ও প্রধান শিক্ষক মোঃশহিদুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্ভোধন করেন ইউএনও সুবল চাকমা।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক শফিউল আলম শফি। প্রধান অতিথি বলেন, এইবারে প্রথম স্বতন্ত্র উপজেলা হিসেবে ঈদগাঁও উপজেলার মাধ্যমিক স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের মাঠে খেলার সুযোগ পেয়েছে। তাই ভাল খেলা উপহার দিয়ে সবকটি ইভেন্টে জেলা চ্যাম্পিয়ন হওয়ার জন্যে আশাবাদ ব্যাক্ত করেন।
খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ খাঁন,আহমদ কবির,আব্দুস ছালাম,ছৈয়দ করিম,রিদুয়ানুল হক,আব্দুল মোনাফ,আবু মুসা আনসারী।।
অনুষ্টান সঞ্চালনা ও সার্বিক সমন্বয়ে ছিলেন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক নুরুল আমিন হেলালী।
প্রথম দিনের খেলায় ঈদগাঁও উপজেলার ৯টি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। এতে কাবাডি (বালক-বালিকা) দু’টিতে চ্যাম্পিয়ন হয়েছে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, দাবা বালক (বড়-ছোট) দুটিতেই চ্যাম্পিয়ন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন,দাবা বালিকা (বড়-ছোট) দুটিতেই ঈদগাহ হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এতে অংশগ্রহনকারী প্রতিষ্টান সমুহের প্রধান শিক্ষক/সুপার ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। আগামীকাল ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসার পুকুরে সাঁতার প্রতিযোগীতার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হবে বলে জানান ক্রীড়া পরিচালনা কমিটি। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন ঈদগাঁও উপজেলা শারিরীক শিক্ষাবিদ সমিতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।