কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় কাপ্তাই উপজেলায় মোট ৫০ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে এবং ৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত এইচএসসির ফলাফলে দেখা গেছে কাপ্তাই উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৮শ’ ৩৭জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে কর্ণফুলী সরকারি কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে মোট ৬শ’ ৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২ শ’ ৫৬ জন। পাসের হার ৩৮.০৩ ভাগ। এই প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পাইনি।
অন্যদিকে কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ থেকে ১শ’ ৬৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলে পাস করে। অর্থাৎ পাসের হার শতভাগ। এবং এই কলেজ থেকে ৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান জানান, গতবছরের তুলনায় কাপ্তাই উপজেলায় পাশের হার ও জিপিএ-৫ কমেছে। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনে শিক্ষার্থীদের বেশী মনযোগী হয়ে লেখাপড়া করতে হবে বলে তিনি মন্তব্য করেন।