এসএসসি ব্যাচ ১৯৮৬, বাংলাদেশ এর ইউ. কে এবং ইউরোপ শাখার অভিষেক ও ফ্যামেলী নাইট সম্পন্ন
বন্ধু মানে এক সাথে পথ চলা, বন্ধু মানে হাসি আড্ডা আর হই হুল্লোড়। বন্ধুত্বের বন্ধন চিরন্তন। “দৃঢ় হোক বন্ধুত্ব সহযোগিতার বন্ধনে” এই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি লন্ডনের রমফোর্ড রোড়স্থ অভিজাত আইভি পার্টি সেন্টারে এসএসসি ব্যাচ ১৯৮৬, বাংলাদেশ এর ইউকে এবং ইউরোপ শাখার কার্যকরী কমিটি ২০২৪—২৬ এর অভিষেক ও ফ্যামিলি নাইট সম্পন্ন হয়। এতে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আতিক হাসান ও বন্ধু শিল্পীরা গানে গানে অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন।
বন্ধুত্বের বন্ধনকে আরো শক্তিশালী করতে ২০২১ সালে গঠিত এই প্ল্যাটফর্মটি হাটিহাটি পা পা করে ঝঝঈ ৮৬ বন্ধুদের নিয়ে তৃতীয় বছরে পদার্পন করল। এই অনুষ্ঠানে নৈশভোজ, রেফেল ড্র, সংগীত সন্ধ্যাসহ নানামুখী আকর্ষণীয় পর্ব ছিল।
এতে বাংলাদেশের জনপ্রিয় আধুনিক গানের শিল্পী আতিক হাসান এবং বন্ধু শিল্পীরা গানে গানে অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে উপদেষ্টা পরিষদের পক্ষ বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা নোমান রুহিদ, যুগ্ম উপদেষ্টা মো. এনামুল করিম, সারওয়ার—ই—আলম, কাজী এম. আরিফ, ইসহাক আলী খান, ফরিদ আহমেদ, ড. গোলাম সাজিদ রুবেল, আনোয়ার আলী আলা ও সানাউল গণি। নতুন কমিটির যারা অভিষিক্ত হলেন তারা হলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী রেজা, যুগ্ম আহবায়ক মো. সাজ্জাদ মিয়া, সদস্য সচিব মো. শাহরিয়ার আহমেদ শাহী, যুগ্ম সদস্য সচিব মোশারফ হোসেন সোহাগ, কোষাধক্ষ রাজ্জাকুল হায়দায় খান বাপ্পি, সহ—কোষাধ্যক্ষ সৈয়দ সাদেক মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া (নাসির), মহিলা সম্পাদিকা লাভনী রেজা, সহ—মহিলা সম্পাদিকা সোনিয়া চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদিকা হেলেন ইসললাম, সহ—সাংস্কৃতিক সম্পাদিকা হেনা বেগম, বিনোদন সম্পাদক মো. মফিজুর রহমান খান ও বিনোদন সম্পাদক কাজি মিনহাজুল আহমেদসহ অনেকে।
এ সময় ইসি সদস্যরা তাদের বক্তব্য ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন। সংগঠনের সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আলী রেজা তার বক্তব্যে এস.এস.সি ব্যাচ ৮৬, বাংলাদেশ এর ইউকে ও ইউরোপ সকল বন্ধুদের এই প্লাটফর্মে সংযুক্ত হওয়ার অনুরোধ জানান। বন্ধুদের রিটায়ারমেন্ট পরবর্তী কর্মসূচি নিয়ে কিছু প্রস্তাবনা তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা নোমান রুহিদ, যুগ্ম উপদেষ্টা এনামুল করিম, সেক্রেটারি জেনারেল সৈয়দ শাহরিয়ার, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ মিয়া, কোষাধ্যক্ষ রাজ্জাকুল হায়দারসহ সকল ইসি মেম্বার সংগঠনের নানা কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।