চট্টগ্রামের পটিয়া মনসা আইডিয়াল হাই স্কুলের সামনে যাত্রিবাহী বাস-হাইচের মুখোমুখি সংঘর্ষে বাস ও হাইচের ৪ যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উক্ত স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নগরী থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি হাইচের সাথে বিপরীতমুখী যাত্রীবাহি অপর এক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস ও হাইচের ৪ যাত্রী সামন্য আঘাত প্রাপ্ত হলেও হাইচের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়।
এ বিষয়ে ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ আনিচ গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় বাস ও হাইচের ৪ যাত্রী আহত হয়। তবে আহতরা গুরুতর নয়। পরে বাস ও হাইচের চালকদের সাথে কথা বার্তার মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।