মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহসড়ক অবরোধ করে ওষুধ কোম্পানির শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছেন। এতে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা।
বেতন ভাতা বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে জেএমআই কোম্পানি লিমিটেড নামের ওষুধ কোম্পানির শ্রমিকরা বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে মহাসড়কের ভিটিকান্দি এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
এতে মহাসড়কের ওই স্থানের ঢাকামুখী ও কুমিল্লামুখী উভয় লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সকাল সাড়ে ১০টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত রাস্তার দুই পাশে শত শত গাড়ি যানজটে আটকে রয়েছে।