বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। থিতু হয়েছেন দেশের বাইরে। নতুন খবর হলো তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন এ অভিনেত্রী। তবে চুপিসারে নতুন জীবনে পা রেখেছেন সুজানা। এবার বিষয়টি নিয়ে মুখ খললেন অভিনেত্রী।
সংবাদমাধ্যমকে সুজানা জানান, গেল ২২ আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তিনি। স্বামীর নাম সৈয়দ হক, তিনিও দুবাই থাকেন। পেশায় ব্যবসায়ী। গত সাত বছর ধরে স্বামী সৈয়দ হকের সঙ্গে পরিচয় সুজানার। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না, দাবি করে সুজানা বলেন, ‘পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে।’
এরপর বলেন, ‘আগস্টে যখন আমাদের বিয়ে হয়, তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বাজে ছিল। তখন এই বিষয়টি জানানোর মতো অবস্থা ছিল না। ইসলামে অনেক ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার কথা কোথাও উল্লেখ নেই। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার। আমাদের দুই পরিবার বিষয়টি অবগত।’
২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। কিন্তু চার মাস পরই বেজে ওঠে ভাঙনের সুর। এরপর সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ২০১৪ সালের আগস্টে বিয়েও করেন তারা। তবে সে বিয়েও টেকেনি। এক বছর না যেতেই বিচ্ছেদ হয় তাদের।
হৃদয়ের সঙ্গে বিচ্ছেদের পরই শোবিজ থেকে নিজেকে আড়াল করতে শুরু করেন সুজানা। কয়েক বছর ধরেই একেবারেই ক্যামেরার সামনে দাঁড়ান না। পেশা হিসেবে বেছে নিয়েছেন ব্যবসা।