ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মডেলিংয়ের মাধ্যমে অভিনয়ে নাম লেখান লাস্যময়ী এই অভিনেত্রী। রূপ আর অভিনয়ের দ্যুতি ছড়িয়ে হয়েছেন দর্শকদের মধ্যমণি। বর্তমানে বেছে বেছে কাজ করছেন তিনি। বেশকিছু দিন ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে আছেন প্রভা। তবে এই সময়টা বসে ছিলেন না এই অভিনেত্রী।
বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন প্রভা। সেখানে ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে মেকআপের ওপর সম্প্রতি একটি কর্মশালা করেছেন তিনি। এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন প্রভা। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সার্টিফিকেট। নিউইয়র্কে অবস্থিত এ প্রতিষ্ঠানটি বিশ^জুড়ে জনপ্রিয়।
দূর দেশ থেকে উচ্ছ্বসিত কণ্ঠে প্রভা গণমাধ্যমকে বলেন, ‘অনেক আগে থেকেই মেকআপের উপর আমার অন্যরকম ভালোলাগা রয়েছে। কিন্তু সময়ের অভাবে এতদিন শেখা হয়নি। অবশেষে ইচ্ছেটা পূরণ হয়েছে। নিউইয়র্কে অবস্থিত এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এই দ্য মেকআপ একাডেমি। বিশে^র অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম। ভালো একটি জায়গা থেকে শিখতে পেরে নিজের কাছেও বেশ ভালো লাগছে। মূলত ভালোলাগা থেকেই এটি শেখা।’
সম্প্রতি প্রভা ইনস্টাগ্রাম প্রোফাইলে মেকআপের একটি ভিডিও শেয়ার করেছেন। তাদেই বিপত্তি। তাকে ঘিরে বেশকিছু খবরের শিরোনাম ঠিক এমন-‘অভিনয় ছেড়ে প্রভা এখন মেকআপ আর্টিস্ট’। দূর দেশে অবস্থান করলেও খবরগুলো প্রভার নজর এড়ায়নি। এমন খবরে বিব্রত তিনি।
এ ধরনের সংবাদ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে প্রভা বলেন, ‘সাময়িক সময়ের জন্য কাজ থেকে দূরে আছি। তাছাড়া এখন আমি বেছে বেছে কাজ করছি। গৎবাঁধা গল্পে কাজ করে সংখ্যা বাড়াতে চাই না। কর্মশালা এবং পরিবারের জন্য কাজটা আপাতত বন্ধ রয়েছে। কাজের জন্য পরিবারকে সেভাবে সময় দিতে পারি না। সবকিছু মিলিয়ে নিজেকে এবং পরিবারকে সময় দিচ্ছি। তাছাড়া নতুন কিছু শেখা এবং নামের সঙ্গে কিছু যুক্ত করা মানে অভিনয় ছেড়ে দেওয়া নয়। এমন খবর বিব্রত করে। অভিনয় ছেড়ে দিলে আমি নিজেই জানাব। যতদিন দর্শক চাইবেন অভিনয় করব। যখন তারা আর চাইবেন না কাজ করব না। দর্শকের ভালোবাসার জন্য আজকের আমি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে দূরে থাকবেন। আগামী মাসে দেশে ফিরে ফের কাজে অংশ নেব।’
প্রভা এখন নিজেকে আর পরিবারকে নিয়েই ডুবে আছেন। ঘুরে বেড়াচ্ছেন বিদেশের মনোরম লোকেশনে। আর সামাজিক মাধ্যমে ভাগ করছেন প্রিয় মুহূর্তগুলো। প্রভার নতুন ফ্যাশন মেকআপ, বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন এই অভিনেত্রী। অনুরাগীদের দুশ্চিন্তা ও হতাশা দূর করে প্রভা দিলেন ফেরার খবরও। নভেম্বরে দেশে ফিরছেন হাস্যোজ্জ্বল এই অভিনেত্রী।