শফিউল আলম, রাউজানঃ চট্টগ্রামের রাউজানে প্রবাস ফেরত এক যুবক শয়নকক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। নিহত প্রবাসী মো: মুন্না (২৪)।
রবিবার (৩ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মুকার দীঘির পাড়া গ্রামে। আত্মহননকারী প্রবাসী মুন্না ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে। স্থানীয়রা জানান, পরিবারের সদস্যরা দুপুরে খাবার খেতে ব্যস্ত ছিলেন। সেই সময়ে প্রবাসী মুন্না নিজের শয়নকক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক কৃষ্ণ লাল বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। পরিবারের কেউ নেই। স্থানীয়রা বলছে তার পরিবারের সদস্যরা হাসপাতালে গেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে বিস্তারিত জানানো সম্ভব হবে। এই প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. আলমগীর বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা থানায় ফিরলে বিস্তারিত জানানো হবে।