চট্টগ্রামের লোহাগাড়া থানার অন্তর্গত লোহাগাড়া উপজেলা সদর লোহাগাড়া ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) রাত ৯ টায় নজুমুন্নিছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।
উপজেলা সদরের ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে মাদ্রাসার আশেপাশে দোকানসহ নাগরদোলা ও চর্কি বসানো হয়। নোমান অত্র এলাকার আবু বক্করের ছেলে। এইদিকে নোমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নাগরদোলা পরিচালনাকারীরা পালিয়ে যায়।
রাতে নোমান নাগরদোলায় চড়তে গেলে অসতর্কবসত অপর একটি নাগরদোলার সাথে ধাক্ষা লাগলে তার মাথায় গুরুতর জখম হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুর রহমান জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


