চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়রকে বরণ করতে হাজার হাজার নেতা-কর্মীর ভিড় করেছেন চট্টগ্রাম রেলস্টেশনে।
ফুলেল শুভেচ্ছা আর স্লোগানে নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনকে বরণ করে নেন তারা।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেনযোগে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছেন মেয়র।
এর আগে সকাল থেকে মিছিল নিয়ে জড়ো হন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। তাদের হাতে ছিল ফুল, মুখে বিজয়োল্লাস।
মেয়র হজরত শাহ আমানত (র.) ও বদর আউলিয়া (র.) মাজার জিয়ারত, মতবিনিময়, সংবাদ সম্মেলন এবং টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতে অংশ নেবেন।
রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডা. শাহাদাত হোসেনকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শপথগ্রহণ শেষে চসিক মেয়র বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান।


