যেকোনো প্রশিক্ষণ, ওয়ার্কশপ বা বিষয়ভিত্তিক সেমিনার প্রশিক্ষণগ্রহণকারীর জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে, প্রতিভার বিকাশ ঘটায়। পেশাগত কাজে দায়িত্ববোধ বাড়ায়। পেশাজীবীদের কর্মক্ষেত্রে দক্ষতা ও সেবার মান বৃদ্ধি করে।
সোমবার (১১ নভেম্বর) কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনডিপি’র উদ্যোগে আয়োজিত “Training on civil Trial for the Lawyers of Cox’s Bazar District Bar Association” শীর্ষক এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ একথা বলেন।
তিনি আরো বলেন, আইনজীবীদের জন্য প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নতুন পুরাতন সকল আইনের গভীরে যেতে হলে, আইনের সঠিক ব্যাখ্যা আদালতের কাছে তুলে ধরতে হলে, বিচারপ্রার্থীদের যথাযথ সেবা দিতে হলে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। দেশে বিচার বিভাগে একটি প্রশিক্ষণ ইনষ্ঠিটিউট থাকলেও অর্থ, জনবল, অবকাঠামোগত সংকট, পর্যাপ্ত লজিস্টিক সাপোর্টের দুষ্প্রাপ্যতা ইত্যাদি কারণে সকল আইনজীবীদের সেখানে সবসময় প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়না। ইউএনডিপি’র এই প্রশিক্ষণ দেওয়ানী আইন প্রেকটিসরত আইনজীবীদের পেশার মান ও তাদের আইন চর্চায় সহায়ক হবে বলে জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ মন্তব্য করেন। কক্সবাজারের আইনজীবীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করায় তিনি ইউএনডিপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া প্রশিক্ষণে সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী, ইউএনডিপি’র ন্যাশনাল কনসালটেন্ট ড. মোঃ মাহবুব মোর্শেদ প্রধান সমন্বয়কারী হিসাবে পুরো প্রশিক্ষণ কোর্স সমন্বয় করেন।
প্রশিক্ষণ কোর্সে রিসোর্স পারসন হিসাবে অন্যান্যদের মধ্যে অংশ নেন, কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ, ইউএনডিপি’র সিএসপিসি প্রকল্প বিষয়ে ব্রিফ্রিং করেন ইউএনডিপি’র প্রজেক্ট ম্যানেজার এম. মাসুদ করিম, মেডিয়েশন এন্ড আরবিট্রেশন বিষয়ে লেকচার দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক নিশাত সুলতানা, ফ্রেমিং ইস্যু এন্ড মেকিং এ সিভিল স্যুট রেডি ফর ট্রায়াল বিষয়ে লেকচার দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ আবদুল কাদের, হিয়ারিং অব দ্যা স্যুট এন্ড এক্সামিনেশান অব উইটনেস বিষয়ে লেকচার দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহী।
প্রশিক্ষণে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, সহ সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন, জিপি অ্যাডভোকেট শামসুল হুদা, অতিরিক্ত জিপি অ্যাডভোকেট আরিফ উল্লাহ, এজিপি সহ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিভিল প্রেকটিসকারী ৭০ জন আইনজীবী অংশ নেন। কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রশিক্ষণ সমাপ্ত হয়।