নুরুল করিম, মহেশখালী: রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় ২ মাসের বেশি কারাবরণ শেষে সদ্য কারামুক্ত মহেশখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনচার উল্লাহ, যুবদল নেতা ইমতিয়াজ ও মহেশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সোমবার, ১১ শে নভেম্বর বিকেল ৩ টার দিকে বড় মহেশখালী থেকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক নাহিদের নেতৃত্বে মিছিল সহকারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে মহেশখালী পৌর সদরে জমায়েত হয়ে মহেশখালী জেটি থেকে বরণ করে মহেশখালী উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বড় মহেশখালী নতুন বাজার মাঠে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক নাহিদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ডালিম ও যুবদল নেতা আসাদুল্লাহর সঞ্চালয়নায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) সাজেদুল হক, বিএনপি নেতা রমিজ আলম, মৌলভী ফোরকান আহমদ, আহমদ উল্লাহ রায়হান, শফিউল আলম মেম্বার, আলী আকবর মেম্বার, উপজেলা যুবদল নেতা মোক্তার আহমদ, এম.আবুল কাশেম,মুহাম্মদ মাহফুজ, আব্দুল মতিন,মাশুকুল ইসলাম মাসুদ,ইয়াসিন আরাফাত, জহিরুল ইসলাম, নুরুন্নবী, আনচারুল করিম, নুরুল আলম শাওন, আবু ইউসুফ, পৌর কৃষকদলের আহ্বায়ক জাহেদুল আলম তৌফিক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ নয়ন পৌর পৌর ছাত্রদলের সদস্য সচিব আলা উদ্দিন নাইম, মহেশখালী কলেজ ছাত্রদলের আহ্বায়ক একরামুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েব ইলাহি, আ স ম সায়েম, আসমাউল হাসান, জাসাসের সভাপতি মিজবাহ উদ্দিন, ছাত্রনেতা কামাল হোসেন জিকু’সহ প্রতিটি ইউনিয়ন যুবদল ছাত্রদলের সভাপতি/সম্পাদক সহ বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে ছাত্রদল আহ্বায়ক তারেক রহমান জুয়েল এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনচার উল্লাহ বলেন- “একটি হত্যা মামলায় পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র মকছুদ মিয়াকে বাঁচাতে তার দোসররা মকসুদ মিয়ার পরামর্শে ও ইন্ধনে ষড়যন্ত্র মূলক ভাবে বিএনপি যুবদল ছাত্রদল কৃষকদল নেতাকর্মীদের আসামি করে। শফির পিতা আওয়ামি লীগের ওয়ার্ড নেতা। সে পৌর আওয়ামি লীগ সভাপতি ও ইয়াবা সম্রাট মকছুদ মিয়াকে বাঁচানোর জন্য আওয়ামী লীগের দোসররা আমাদেরকে প্রতিহত করতে চেয়েছে।মিথ্যা মামলা দিয়ে রাজপথের পরীক্ষিত সৈনিকদের দাবিয়ে রাখা যায় না। আমরা মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক এমপি আলমগীর ফরিদের নেতৃত্ব বিগত ১৭ বছর যাবৎ রাজপথে আগুনে পুড়ে সোনায় পরিণত হয়েছি।ইনশাআল্লাহ আগামীতে মহেশখালী কুতুবদিয়ার মাটি আবারো বিএনপির ঘাঁটিতে পরিণত হবে। এই সময় কারামুক্ত যুবদল নেতা ইমতিয়াজ উপস্থিত ছিলেন। মরহুম শফিউল আলম শফির আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।