মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে টেকনাফ সীমান্তে।
সোমবার (১১ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে ভীতসন্ত্রস্ত এলাকাবাসী।
সোমবার রাত থেকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ও আশেপাশের এলাকাগুলোতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।
সাবরাং নয়াপাড়ার আবুল কালাম জানান, সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ভারী অস্ত্রের শব্দে ঘরবাড়ি কেঁপে ওঠে। স্থানীয়রা আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন।
টেকনাফ ইউএনও মো. আদনান চৌধুরী জানান, মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতির কারণে সীমান্তে বিজিবি, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।