কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার আদিনাথ মন্দির সংলগ্ন ঠাকুরতলা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ বসতবাড়ি ভস্মিভূত হয়েছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার(১৪ নভেম্বর) রাতে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আদিনাথ মন্দির সংলগ্ন ঠাকুরতলা গ্ৰামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে আদিনাথ মন্দির সংলগ্ন ঠাকুরতলা গ্রামের মৃত জাপান চন্দ্র দে’র স্ত্রী রাণী দে’র বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে ঘনবসতির পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে।
এতে প্রতিবেশী মৃত সুরেশ লালের পুত্র পলাশ দে, মৃত প্রবীর সেনের স্ত্রী অঞ্জলি রাণী দে, মৃত স্বপন চন্দ্র দে’র স্ত্রী লক্ষী রাণী দে’র বসতবাড়ি পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রানী দে জানান, তার স্বামী নেই। ৩ মেয়ে, ২ ছেলে নিয়ে কষ্টে জীবন যাপন করেন। বড় মেয়ে প্রিয়াঙ্কা অনার্স ১ম বর্ষে পড়ে। এ ব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মিকি মারমা জানান, ক্ষতিগ্রস্তদেরকে সাধ্যমত সহযোগিতা করা হবে।