চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে একটি বেকারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সরাইপাড়া তালুকদার নগর এলাকায় এ অগ্নিকাণ্ডে বেকারি সহ কয়েকটি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রাত ১টা ১০মিনিটের দিকে সরাইপাড়া এলাকায় একটা বেকারিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। বেকারি থেকে আগুন আশপাশের কয়েকটি ঘরে ছড়িয়ে যায়। রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।