মাটি সুরক্ষা ও পানি সংরক্ষণে নিজ নিজ অবস্থান থেকে আমাদের সকলকে অবদান রাখতে হবে। কারণ মাটি ও পানি শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি আমাদের জীবনধারার মূল ভিত্তি। সকলেই একসাথে কাজ করলে একটি টেকসই ভবিষ্যত গড়ে তোলা সম্ভব।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ০৯:৩০ টায় চবি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত র্যালি উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এসব কথা বলেন।
চবি উপাচার্য বলেন, আজ আমরা এখানে এক বিশেষ উপলক্ষ্যে একত্রিত হয়েছি। বিশ্ব মৃত্তিকা দিবস একটি দিন, যা আমাদের মূল্যবান মাটির সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরার জন্য উৎসর্গ করা হয়েছে। তিনি বলেন, মাটি আমাদের খাদ্য উৎপাদন, পানীয় জল সরবরাহ, জলবায়ু নিয়ন্ত্রণ ও জীববৈচিত্র্য রক্ষা করে। তবুও, আজ আমরা এমন এক সময়ের মধ্যে আছি যখন মানব ক্রিয়াকলাপের কারণে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। এর ফলে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও বাড়ছে। চবি উপাচার্য বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় আমাদের সম্মিলিত দায়িত্ব হলো, মাটির সঠিক ব্যবস্থাপনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া, কৃষি ক্ষেত্রে জৈব উপকরণের ব্যবহার বৃদ্ধি, কম ক্ষতিকর চাষাবাদ পদ্ধতি গ্রহণ এবং জলাশয়ের সুরক্ষা নিশ্চিত করা।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, এবারের প্রতিপাদ্য বিষয় আমাদের স্মরণ করিয়ে দেয়, আমাদের পুরো জীবনধারা মাটির ওপর কতটা নির্ভরশীল। তিনি মৃত্তিকা সম্পদ সুরক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানে চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আতিয়ার রহমান, চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী, চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি জনাব মোহাম্মদ শের মাহমুদ, উক্ত বিভাগের প্রফেসর ড. মোঃ গোলাম কিবরিয়া, প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান, প্রফেসর ড. নাসরীন চৌধুরী, প্রফেসর ড. মোঃ আবুল কাসেমসহ উক্ত বিভাগের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।