কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে উপকূলীয় সাহিত্য ফোরামের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“আজকের পাঠক, আগামীর পথপ্রদর্শক” এই স্লোগানকে ধারণ করে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপকূূলীয় সাহিত্য ফোরামের সভাপতি দিলরুবা ইয়াছমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহ, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অতিথি ছিলেন, রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাখালী ফৈজুন্নিছা স্কুল এন্ড কলেজের প্রভাষক নুরুল আমিন, সাংস্কৃতিক কর্মী এফ.এম. সুমন, উপকূলীয় সাহিত্য ফোরামের প্রধান উপদেষ্টা সাঈদ মোহাম্মদ আবু নোমান, রাজাখালী উম্মুক্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য মোস্তাক আহমেদ,সাংবাদিক মোহাম্মদ ইউনুসসহ প্রমূক।
এসময় অতিথিরা উপকূলীয় সাহিত্য ফোরামের এমন উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন , রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদ।
এতে আরো উপস্থিত ছিলেন, উপকূলীয় সাহিত্য ফোরামের প্রতিষ্টাতা জাহেদুল আলম রিফাত, সাধারণ সম্পাদক জাসেদুল ইসলাম রিয়াদ, ফোরামের সদস্য আব্দুর রহমান আসিফ, আরিফুল ইসলাম, মুজাহিদুল ইসলাম তুহিন, ছোটন,মনিফা, আরফাতুল ইসলাম প্রমুখ।
এসময় রাজাখালী ইউনিয়নের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২জন কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।