চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে গেছে।
শনিবার (৭ ডিসেম্বর) ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি টিম।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে লালানগর গ্রামে ইমান আলী মৌলভি বাড়ির মো. ইসহাকের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এরপর একে একে আব্দুল মোতালেব, খন্দকার আলম, আব্দুল সালাম ও আবু তাহেরের ৬টি ঘর পুড়ে ভস্মীভূত করে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় মূল্যবান সরঞ্জাম বের করার সময় পায়নি বলে ভুক্তভোগী আব্দুল সালাম বলেন, ‘আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খাট, বিছানা, ফ্রিজসহ মূল্যবান সরঞ্জামও বের করতে পারিনি।
ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই ঘরগুলো পুড়ে ১৮-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
ভুক্তভোগীরা প্রায় ২০ লাখ টাকার ক্ষতি দাবি করলেও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ছাড়া আমরা আনুমানিক ১৪ লাখ টাকার সম্পদ রক্ষা করেছি।’