৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে (২১ ডিসেম্বর) শনিবার হাটহাজারী সদরস্থ অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মাঠে বিশাল প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও জনগণের প্রকৃত মুক্তি এখনো মেলেনি। বিগত দিনে যারাই ক্ষমতায় বসেছে, তারাই স্বৈরাচারী হয়ে ওঠে গণবিরোধী স্বৈরতন্ত্র কায়েম করেছে। বিগত সরকার নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে। এমন টেকসই নিখুঁত নির্বাচন পদ্ধতি নিশ্চিত করতে হবে, যেন কারসাজি করে একই দল বারবার ক্ষমতায় যেতে না পারে। বক্তারা বলেন, ইসলামী ফ্রন্ট রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়। তাই ইনসাফভিত্তিক গণমুখী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় নিবেদিত ইসলামী ফ্রন্টের নিয়মতান্ত্রিক রাজনীতির সঙ্গে দেশবাসীকে সম্পৃক্ত করে গণমানুষের মুক্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী ব্যবস্থা মেরামতের মাধ্যমে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অন্তবর্তী সরকারের প্রতি জোর দাবি জানান। উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যাপক মাওলানা মীর মুহাম্মদ আবদুর রহিম মুনিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী। উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরে ত্বরিকত আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্। প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, শ্রমিক কল্যাণ সচিব মাওলানা ওবায়দুল মোস্তফা কদমরসুলী,ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় অর্থ উপ কমিটির সদস্য এডভোকেট মোক্তার আহমদ সিদ্দিকী।স্বাগত বক্তব্য রাখেন সমাবেশ প্রস্ততি কমিটির আহবায়ক অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সভাপতি মুহাম্মদ আলমগীর হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ রবিউল হোসাইন সুমন। প্রধান অতিথি অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী বলেন, চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে ধরে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। উদ্বোধক আল্লামা আশরফ শাহ্ বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে সুন্নি সুফিবাদি জনতা বর্তমানে গভীর দুঃসময় পার করছে। তাই বৃহত্তর সুন্নি ঐক্যের মাধ্যমে সুন্নিদেরকে বিশেষ প্রভাব বলয় গড়তে হবে। এম সোলায়মান ফরিদ বলেন, সুন্নিরাই দেশে সংখ্যাগরিষ্ঠ।
মজবুত প্লাটফরম তৈরির মাধ্যমে ইসলামী ফ্রন্ট সুন্নিদের পৃথক রাজনৈতিক অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চায়। সভাপতির বক্তব্য অধ্যাপক মীর আবদুর রহিম মুনিরী সমবেত জনতার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, কাজী আবদুল্লাহ আল রায়হান ও মাষ্টার মুহাম্মদ ইসমাইলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, মুহাম্মদ মঈনুল আলম চৌধুরী, মাওলানা মুহাম্মদ খোরশেদ, মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী, মাষ্টার মুহাম্মদ খোরশেদুল আলম,মাওলানা সৈয়দ আবদুল লতিফ চাটগামী,মুহাম্মদ হাবিবুল ইসলাম ভূইয়া, মাওলানা করিম উদ্দিন হাসান, মুহাম্মদ সেকান্দর মিয়া,মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহিম খলিল, মুহাম্মদ আমান উল্লাহ আমান,মুহাম্মদ মামুনুর রশিদ জাবের,মুহাম্মদ অহিদুল আলম,মুহাম্মদ মোশাররফ হোসাইন প্রমুখ। সমাবেশ শেষে হাটহাজারী অদুদিয়া মাদ্রাসা মাঠ হতে একটি বিশাল র্যালি বের হয়ে হাটহাজারীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইমাম শেরে বাংলা (রহ.) মাজার শরীফ প্রাঙ্গণে এসে শেষ হয়।