মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি)।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কাপ্তাই উপজেলা অফিসের উদ্যোগে রাইখালী ইউনিয়নের প্রত্যন্ত ভাল্লুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার (২৩ ডিসেম্বর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ১৩টি সমিতি বা দলের সদস্যদের নিয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ইউসিসি লিমিটেডের সভাপতি স্বপন বড়ুয়ার সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি রাঙামাটি জেলার উপ-পরিচালক মো. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি কাপ্তাইয়ের ইউআরডিও আব্দুল্লাহ আল বাকের, এআরডিও মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক ওসমান গনি, মো. জাহেদুল ইসলাম, সাইম্যাউ মারমা প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, দেশের প্রত্যন্ত এলাকার জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য বিআরডিবি কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় অত্র এলাকার জনগণের জন্য এই প্রতিষ্ঠান কাজ করছে। বিশেষ অতিথি আব্দুল্লাহ আল বাকের বলেন, অত্র এলাকার প্রায় সকল পরিবার বিআরডিবি’র সুবিধা ভোগ করছে। তাদের জন্য কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
কাপ্তাইয়ের রাইখালীর দূর্গম এলাকায় বিআরডিবির মতবিনিময়
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন