মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাইয়ে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতা মূলক ক্যাম্পেইন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) আয়োজনে এবং উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় উক্ত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।
এসময় শিক্ষার্থীদের মাঝে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষন দেয় বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। কাপ্তাই উপজেলা উপ-সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হুমায়ন কবির, বিদ্যালয়ের শিক্ষক মোঃ রাসেল, পুষ্পিতা বড়ুয়া।
পরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফলিত পু্ষ্টি বিষয়ক সচেতনতামুলক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে পুষ্টি প্লেট এবং গাছের চারা বিতরণ করা হয়।