রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকীতে জিয়া শিশু-কিশোর মেলার আলোচনা সভা-দোয়া মাহফিল
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা জিয়া শিশু কিশোর মেলা, চট্টগ্রাম বিভাগের উদ্দ্যেগে রাঙ্গুনিয়াস্থ শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপত্বি করেন, জিয়া শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম। জিয়া শিশু কিশোর মেলা কক্সবাজার জেলার আহবায়ক প্রভাষক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সহসভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরোচীফ হাসান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিন্টু আলম, যুগ্ম সম্পাদক কেরামত আলী রাজু, জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হামিদুল হক চৌধুরী, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মো: জাফর আলী, মো: সোহেল, মো: আলী আনছারী, জাবেদ হেপাসেন চৌধুরী, এড: রিনা আকতার, মো: শাহআলম, নুরুল হুদা, আতিকুর রহমান আতিক, সিরাজুল ইসলাম, মাহবুব আলম, কাউছার আলম ভূঁইয়া রাজু, আকরাম উদ্দিন, মো: আবুল বশর মিয়াজী, আহমদ উল্লাহ, তরকিুল ইসলাম লিটন, দিলদারুল আলম রাজু, আয়ুব আলী আনছারী, মো: ইসমাঈল ভা-ারী, অনুপ কুমার দেব, মো: শহিদুল আলম, মো: কামরুল ইসলাম, মোমিন উল্লাহ, মো: নূর নবী, ই¯্রারিফল হোসেন, মো: মোশারফ হোসেন, মো: মেহেদী প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে আদর্শ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মতাদর্শ বাংলাদেশের প্রতিটি শিশুর কিশোরের কাছে পৌঁছে দেয়ার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের উত্তর জেলার আহবায়ক মোহাম্মদ জাফর আলী, দক্ষিণ জেলার আহবায়ক মোহাম্মদ সোহেল, মোহাম্মদ কামরুল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে, শহীদ প্রেডিসেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন এবং দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।


