চট্টগ্রামের বোয়ালখালীতে সেকান্দর আলম বাবর নামে এক আওয়ামী লীগ নেতাকে ঘেরাও করে পুলিশে দিয়েছে জনতা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বোয়ালখালী থানাধীন পোপাদিয়ার সৈয়দপুর নূর কাশেম একাডেমি থেকে তাকে আটক করে পুলিশ।
সেকান্দর আলম বাবর বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক। তিনি সৈয়দপুর নুর কাশেম একাডেমির প্রধান শিক্ষক এবং বোয়ালখালী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি।
বোয়ালখালী থানার ওসি মো.গোলাম সরোয়ার বলেন, খবর পেয়ে সেকান্দর আলমকে আটক করা হয়েছে। বিভিন্ন অভিযোগে উত্তেজিত জনতা তাকে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রেখেছিল। তার বিষয়ে যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।


