চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক দোয়া মাহফিল ও ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার ধর্মপুর ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়ের হলরুমে এ বার্ষিক দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম উদ্দিন।
এতে বিদ্যালয়ের খন্ডকালীন সহকারী শিক্ষক মফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক মো. কামাল উদ্দিন, বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি চক্রবর্তী ও বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী।
কালচারাল একাডেমির পরিচালক পদে ড. অঞ্জন কুমার চিছামকে নিয়োগের দাবীতে মানববন্ধন
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিহাব উদ্দিন, শাহিদা বেগম, শামীমা আক্তার, সুপ্রীতি চক্রবর্তী, মো. সাইফুদ্দিন, সহকারী শিক্ষক ছন্দা কর চৌধুরী, মৃণাল দাশ, আছপা আক্তার, কুসুম আক্তার, খন্ডকালীন সহকারী শিক্ষক চম্পা আক্তার, রুম্পা সেন, শহিদুল ইসলাম, প্রিয়া সুশীল, সাখাওয়াত হোসেন ও নারায়ণ সেনসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।


