মিরসরাইয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে উপজেলার মলিয়াইশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডক্টর মুহাম্মদ কামাল উদ্দিন। এসময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় মলিয়াইশ বহুমুখী উচ্চ বিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানটি ইতোমধ্য বিভিন্ন কার্যক্রমে সফলতার মাধ্যমে বেশ সুনাম অর্জন করেছে। এবছর এসএসসি পরিক্ষায় ১৪৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে।
বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে, পড়া-লেখায় মনোযোগী হয়ে ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের অতিথিরা। সবশেষে বিদায় ছাত্র-ছাত্রী এবং দেশের জন্য মঙ্গল কামনা করে দোয়া করা হয়।


