ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ০৮ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকায় ০৪নং চান্দগাঁও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পাঠানিয়া গোদা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষীণ করে সিএন্ডবি এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। তাদের উপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নিরীহ গাজাবাসীদের উপর বর্বরোচিত হামলায় হাজার হাজার সাধারণ জনগণ, শিশু ও নারী পুরুষ মারা যাচ্ছে। ইসরাইল গাজায় যে গণহত্যা ও বর্বরতা চালাচ্ছে, তা ইতিহাসের সব নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। ফিলিস্তিনকে তার সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে হবে। ফিলিস্তিনিদের হামলা বন্ধে মুসলিম দেশগুলোকে আরও স্বোচ্চার হতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকীব উদ্দিন ভূইয়া, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা সালামত আলী, মহানগর যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নওশাদ আল জাসেদুর রহমান, ফয়সাল মোরশেদ, ইসহাক জয়, নাজিম উদ্দিন, মো. আরিফ, মো.রুবেল প্রমুখ।


